বৃহস্পতিবার, ৪ জুন, ২০১৫ ০০:০০ টা

সিআইএ নির্যাতন ধারণাতীত নৃশংস!

গুয়ান্তানামো বে কারাগারে সিআইএ কর্মকর্তারা ও মার্কিন সেনারা বন্দীদের সঙ্গে যে বর্বর আচরণ করে তার খবর সবার জানা। এ নিয়ে কম সমালোচনা চলছে না। কিন্তু সম্প্রতি মার্কিন সিনেট এই নির্যাতনের আরও এক গোপন প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে বন্দীদের ওপর ধারণার চেয়েও বেশি নৃশংস ও নিষ্ঠুর নির্যাতন করে সিআইএ এর জিজ্ঞাসাবাদকারীরা। সম্প্রতি সিআইএ'র এই বন্দী নির্যাতন নিয়ে গত বছর মার্কিন সিনেটের দেওয়া প্রতিবেদন প্রকাশ হয়েছে। সেখানেই উঠে এসেছে দেশটির এই গুপ্তচর সংস্থাটির কর্মকর্তাদের ভয়াবহ জিজ্ঞাসাবাদ কৌশল। প্রতিবেদনে মাজিদ খান নামে গুয়ান্তানামো বে কারাগারে থাকা তথাকথিত গুরুত্বপূর্ণ বন্দীকে জিজ্ঞাসাবাদের তথ্য উঠে এসেছে। সেখানে বলা হয়েছে কীভাবে তাকে জিজ্ঞাসাবাদের নামে সিআইএ কর্মকর্তারা দিনের পর দিন যৌন নির্যাতন করতেন। শুধু তাই নয় বহুদিন তাকে একটি ঘরের বিমের সঙ্গে ঝুলিয়ে রাখা হতো এবং কখনো কখনো ডুবিয়ে রাখা হতো হিমশীতল জলে। সিনেটের প্রতিবেদনে নির্যাতনের ব্যাপারে মাজিদ খান ও তার আইনজীবীর ২৭ পৃষ্ঠার বক্তব্য তুলে ধরা হয়েছে। টেলিগ্রাফ।

সর্বশেষ খবর