বৃহস্পতিবার, ৪ জুন, ২০১৫ ০০:০০ টা

ইউক্রেনে ফের ছড়িয়ে পড়েছে সংঘাত

ইউক্রেনে ফের ছড়িয়ে পড়েছে সংঘাত

ইউক্রেনের পূর্বাঞ্চলে ফের সংঘাত ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় এ পর্যন্ত অন্তত ১৫ জন নিহত হয়েছে।

সরকারি বাহিনী ও রাশিয়াপন্থি বিচ্ছিন্নতাবাদিরা একে অপরকে এই সংঘাতের জন্য দায়ী করেছে বলে আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানানো হয়।

ইউক্রেনের সরকারি বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, বিদ্রোহীরা দোনেস্কে বুধবার  রাতভর ইউক্রেন বাহিনীর অবস্থানে হামলা চালায়।

এসময় হাজারের বেশি বিদ্রোহী সেনা হামলায় অংশ নেয়। তাদের সঙ্গে ছিল এক ডজনেরও বেশি যুদ্ধট্যাংক। বিবৃতিতে আরও বলা হয়, সরকারি বাহিনী এই হামলার সমুচিত জবাব দিয়েছে।

চলতি বছর ফেব্রুয়ারিতে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এই প্রথম ব্যাপক আকারে সংঘর্ষের খবর পাওয়া গেল ইউক্রেনে।

বিচ্ছিন্নতাবাদী শীর্ষ নেতা ভ্লাদিমির কনোনফ রাশিয়ান সংবাদসংস্থা ইন্টারফ্যাক্সকে বলেন, ইউক্রেন বাহিনীই এই উত্তেজনার জন্য দায়ী।

তারা শেল ছুড়তে শুরু করে হঠাৎ করে। তিনি জানান, তাদের হামলায় বেসামরিক লোকসহ অন্তত ১৫ জন নিহত হয়েছে।

গত বছর এপ্রিলে ইউক্রেনের সরকারি বাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সংঘাত শুরুর পর এ পর্যন্ত প্রায় সাড়ে ছয় হাজার মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো।

ইউক্রেন সরকার ও পশ্চিমা শাসকগোষ্ঠি এই সংকটের জন্য বরাবরই রাশিয়াকে দায়ী করে আসছে।

বিডি-প্রতিদিন/ ৪ জুন ১৫/নাবিল



    
    
   
 

সর্বশেষ খবর