শিরোনাম
বৃহস্পতিবার, ৪ জুন, ২০১৫ ০০:০০ টা

অপরাধীর তালিকায় মোদির ছবি, গুগলের দুঃখ প্রকাশ

অপরাধীর তালিকায় মোদির ছবি, গুগলের দুঃখ প্রকাশ

ইন্টারনেট জায়ান্ট গুগলে ‘টপ টেন ক্রিমিনালস’ লিখে সার্চ দিলে দাউদ ইব্রাহিম, ওসামা বিন লাদেনের মতো শীর্ষ সন্ত্রাসীদের ছবির সঙ্গে চলে আসছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি। বিষয়টি প্রকাশ্যে আসতেই মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি গুগল কর্তৃপক্ষের দৃষ্টিতে আসতেই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে গুগল।

বিবৃতিতে গুগল বলছে, বিষয়টি আমাদের জটিলতায় ফেলেছে। এটি গুগলের নিজস্ব মতামতকে বোঝায় না। অনেক সময় নির্দিষ্ট কিছু অনুসন্ধানে সমস্যা তৈরি হয়। এ সমস্যার বা ভুল বোঝাবুঝির জন্য আমরা দুঃখিত।

ভবিষ্যতে যেন এ ধরনের সমস্যা না হয় সেজন্য আমরা কাজ করছি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গুগলে ‘টপ টেন ক্রিমিনাল’ লিখে সার্চ দিলে কোনো কোনো ছবিতে প্রথমেই আসছে নরেন্দ্র মোদির ছবি আবারও কোনোটার প্রথমে আসতে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্যাংস্টার আল কাপোনের ছবি।

বিডি-প্রতিদিন/০৪ জনু, ২০১৫/মাহবুব

সর্বশেষ খবর