বুধবার, ১৭ জুন, ২০১৫ ০০:০০ টা

অভিবাসীদের ভাগ করে নিতে ইউরোপীয় মন্ত্রীদের বৈঠক

অভিবাসীদের ভাগ করে নিতে ইউরোপীয় মন্ত্রীদের বৈঠক

অভিবাসী সংকট এখন গোটা বিশ্বে চরম আকার ধারণ করেছে। উন্নত জীবনের আশায় সমুদ্র পথ পাড়ি দিয়ে ইউরোপে যাচ্ছে। কিন্তু বহু দেশই এই অধিবাসীদের ঠাঁই দিতে রাজি নয়। আর তাই সংকট নিরসনে অভিবাসীদের ভাগ করে নিতে গতকাল লুঙ্মেবার্গে বৈঠক করেছেন ইউরোপের বিভিন্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢোকার চেষ্টারত হাজার হাজার অভিবাসীর সংকট মোকাবিলায় এ বৈঠক হয়। অভিবাসীদের ইউরোপের ২৮টি রাষ্ট্রের মধ্যে ভাগ করে নেওয়ার বিষয়টিই বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠে। দেশগুলো জানিয়েছে, অভিবাসী সংকটের ফলে ইতালি, গ্রিস এবং মাল্টার সম্পদের ওপর বিশাল চাপ পড়েছে। আবার কোনো কোনো দেশ বলছে, অভিবাসন প্রত্যাশীরা যেতে চায় না এমন দেশে কাউকে যেতে বাধ্য করা উচিত হবে না। চলতি বছর ১৮০০-এর বেশি অভিবাসী ভূমধ্যসাগরে প্রাণ হারিয়েছেন। যা গত বছরের চেয়ে বিশ গুণ বেশি। নিহতদের বেশিরভাগই সংঘাতপূর্ণ লিবিয়া ছেড়ে নৌকায় করে অভিবাসনের উদ্দেশ্যে সমুদ্রপথে রওনা হয়েছিলেন। সম্প্রতি ইতালি নৌবাহিনীর সদস্যরা এমন অনেক অভিবাসীকে সমুদ্র থেকে উদ্ধার করেছেন। এসব অভিবাসীদের ভাগ করে নিয়ে তাদের বোঝা হালকা করার জন্য ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশকে জোর করছে ইতালি এবং গ্রিস। বিবিসি।

 

সর্বশেষ খবর