বুধবার, ১৭ জুন, ২০১৫ ০০:০০ টা
মার্কিন নির্বাচন

জেব বুশের প্রচার শুরু

জেব বুশের প্রচার শুরু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে অংশ নিতে জেব বুশ তার আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। মায়ামি ডেড কলেজ থেকে সোমবার তিনি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক ঘোষণা দেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট সিনিয়র জর্জ বুশের ছেলে ও অপর সাবেক প্রেসিডেন্ট জুনিয়র জর্জ বুশের ভাই জেব বুশ প্রচারে নিজস্ব রাজনৈতিক ধ্যান-ধারণাকে উপস্থাপনের চেষ্টা করছেন। তিনি দুই দফায় ফ্লোরিডার গভর্নরের দায়িত্ব পালন করেন। তিনি বলেন, কর্মসংস্থান ও ক্ষুদ্রশিল্পের সুযোগ সৃষ্টির ক্ষেত্রে ফ্লোরিডাকে আমরা শীর্ষ অবস্থানে নিয়ে যাব। এ ছাড়া তিনি করের পরিমাণ এক হাজার ৯০০ কোটি ডলার কমানোর ঘোষণা দেন। তিনি আরও বলেন, আমি জানি এটা আমরা করতে পারব। কারণ আমরা এটা করেছি। বক্তব্যে তিনি ওবামা প্রশাসনের সমালোচনা করে বলেন, তারা অসংখ্য সংকট রেখে যাচ্ছেন। আমরা সবাই জানি যুক্তরাষ্ট্র আরও ভালো প্রেসিডেন্ট আশা করছে। বিবিসি।

 

সর্বশেষ খবর