বুধবার, ১৭ জুন, ২০১৫ ০০:০০ টা

ধ্বংস করা হবে পাঁচ কোটি ডলারের ম্যাগি নুডলস

ভারতে নেসলের ম্যাগি নুডলস নিষিদ্ধ হওয়ার পর নেসলে ইন্ডিয়া পাঁচ কোটি ডলারের নুডলস ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নেসলে জানিয়েছে, বাজার থেকে তুলে নেওয়া ম্যাগি নুডলসের পাশাপাশি তাদের গুদামে, কারখানায় এবং ডিস্ট্রিবিউটরদের কাছে যে নুডলস মওজুদ রয়েছে, সবই ধ্বংস করা হবে। ভারতের খাদ্য মান নিয়ন্ত্রক কর্মকর্তারা নেসলের ম্যাগি নুডলসে ক্ষতিকর মাত্রায় মনোসোডিয়াম গ্লুটামেট পাওয়ার পর সরকার এটি নিষিদ্ধ করে। তবে নেসলে দাবি করছে, তাদের উৎপাদিত নুডলস পুরোপুরি নিরাপদ এবং এই নিষেধাজ্ঞা তারা আদালতে চ্যালেঞ্জ করেছে। উল্লেখ্য, ভারতের নুডলসের বাজারের আশি শতাংশই নেসলের দখলে। নেসলে জানিয়েছে, নিষিদ্ধ ম্যাগি নুডলস ধ্বংস করতে তাদের প্রকৃত খরচ আরও বেড়ে যেতে পারে। বিবিসি।

সর্বশেষ খবর