বুধবার, ১৭ জুন, ২০১৫ ০০:০০ টা

তুরস্কের সাবেক প্রেসিডেন্টের প্রয়াণ

তুরস্কের সাবেক প্রেসিডেন্টের প্রয়াণ

তুরস্কের সাবেক প্রেসিডেন্ট সুলেমান ডেমিরেল মারা গেছেন। রাজধানী আঙ্কারার গুভেন হাসপাতালে স্থানীয় সময় মঙ্গলবার রাত ২টা ৫ মিনিট (আজ বুধবার) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

অনেক দিন ধরেই সাবেক এই নেতা শ্বাস-প্রশ্বাসের সমস্যায় ভুগছিলেন। ১৯৯৩ থেকে ২০০০ সাল পর্যন্ত তুরস্কের প্রেসিডেন্ট ছিলেন ডেমিরেল। ৫০ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে সাতবার দেশটির প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন জাস্টিস পার্টির এই নেতা। ক্ষমতায় থাকাকালীন সেনাবাহিনীর হাতে দুইবার ক্ষমতাচ্যুত হয়েছিলেন ডেমিরেল। এ ছাড়া বেশ কয়েক বছর রাজনীতিতে নিষিদ্ধও ছিলেন।

প্রসঙ্গত, ১৯৬০ থেকে ৭০ সালে প্রধানমন্ত্রী থাকাকালীন দেশটির অর্থনীতিতে আমূল পরিবর্তন আনেন ডেমিরেল। বিবিসি, আল জাজিরা।

বিডি-প্রতিদিন/ ১৭ জুন, ২০১৫/রোকেয়া।
 

সর্বশেষ খবর