বুধবার, ১৭ জুন, ২০১৫ ০০:০০ টা

শতাব্দীর ভয়াবহতম খরা উ. কোরিয়ায়

শতাব্দীর ভয়াবহতম খরা উ. কোরিয়ায়

উত্তর কোরিয়া গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার মুখোমুখি হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, ধান উৎপাদনকারী প্রদেশগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে ৩০ শতাংশেরও বেশি ধান অতিরিক্ত তাপে পুড়ে গেছে। এ অবস্থা বিগত ১০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ। দেশটিতে ১৯৯০-এর দশকে ব্যাপক দুর্ভিক্ষ হয়। এতে কয়েক লাখ মানুষ মারা যায়। আশঙ্কা করা হচ্ছে, এবারের খরার কারণে বড় ধরনের দুর্ভিক্ষ হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত বছর দেশটিতে বিগত ৩০ বছরের মধ্যে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে।

জাতিসংঘের তথ্যমতে, উত্তর কোরিয়ায় নিয়মিত খাদ্য সঙ্কট থাকে। বর্তমানে দেশটির এক-তৃতীয়াংশ শিশু পুষ্টিহীনতায় ভুগছে বলেও জানিয়েছে সংস্থাটি। গত এপ্রিলে উত্তর কোরিয়ায় খাদ্য, পুষ্টি, কৃষি ও পয়ঃনিষ্কাশন খাতে ১১ কোটি ১০ লাখ মার্কিন ডলার সহায়তা তহবিলের আহ্বান জানায় জাতিসংঘ। সংস্থাটির অন্তর্ভুক্ত বিভিন্ন রাষ্ট্র উত্তর কোরিয়াকে নিয়মিত মানবিক সহায়তা দিয়ে থাকে। এর মধ্যে ‘শত্রুভাবাপন্ন’ দক্ষিণ কোরিয়াও রয়েছে। বিবিসি।

বিডি-প্রতিদিন/ ১৭ জুন, ২০১৫/ রোকেয়া।
 

সর্বশেষ খবর