শুক্রবার, ২৬ জুন, ২০১৫ ০০:০০ টা

ভারতের কালো সময় ছিল জরুরি অবস্থা : মোদি

১৯৭৫ সালে ভারতে জরুরি অবস্থার শাসনকালকে দেশটির অন্যতম 'কালো অধ্যায়' বলে বর্ণনা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৫ জুন ভারতে জরুরি অবস্থা জারির ৪০ বছর পূর্তি। ১৯৭৫ সালের এই দিনটির মাঝরাতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যখন দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন সেসময় মোদির বয়স ২৫ বছর। সে দিনটির কথা স্মরণ করতে গিয়ে একাধিক ট্যুইট করে নিজের বক্তব্য রাখেন দেশটির প্রধানমন্ত্রী। ট্যুইটে তিনি বলেন, 'ভারতের কালো সময়গুলোর মধ্যে একটি জরুরি অবস্থার ৪০ বছর পূর্তি আমরা পালন করছি। যে সময়টায় দেশের তৎকালীন রাজনীতিবিদরা আমাদের গণতন্ত্রকে পদদলিত করেছে'। জরুরি অবস্থার সময়কালে দেশটির সমাজতান্ত্রিক নেতা জয় প্রকাশ নারায়ণসহ দেশের অন্যান্য পুরুষ ও নারীরা আমাদের গণতন্ত্রকে বাঁচাতে নিঃস্বার্থভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন সেই ভূমিকারও প্রশংসা করেন তিনি। তিনি বলেন, 'যারা জরুরি অবস্থাকে আটকানোর পাশাপাশি গণতন্ত্রকে রক্ষা করতে নিজেদের সঁপে দিয়েছিলেন সেই লাখ লাখ দেশবাসীর জন্য আমরা সত্যিই খুব গর্বিত'।

ট্যুইটে তিনি আরও জানান, 'জরুরি অবস্থা আমার অনেক পুরনো স্মৃতিকে স্মরণ করিয়ে দেয়। অল্প বয়সে আমরা জরুরি অবস্থার বিরুদ্ধে আন্দোলনে নেমে অনেক কিছু শিখেছিলাম'। 'একটি দেশের উন্নতির মূল চাবি-ই হলো দেশটির স্বাধীন গণতান্ত্রিক কাঠামো। তাই আসুন, আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করতে যা যা পদক্ষেপ নেওয়া উচিত আমরা সেটাই গ্রহণ করি'।

সর্বশেষ খবর