শুক্রবার, ২৬ জুন, ২০১৫ ০০:০০ টা

কোবানে শহরে ঢুকে পড়েছে আইএস

তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার কোবানে শহরে ঢুকে দখল করে নিয়েছে ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। গতকাল স্থানীয় সময় সকালে জঙ্গিরা শহরটিতে হামলা চালায় বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। হামলার শুরুতে শহরে একটি আত্দঘাতী গাড়িবোমা বিস্ফোরণ ঘটায় আইএস। এ ঘটনায় অন্তত ৮ জন নিহত ও ৪০ জন আহত হয়েছে বলে জানিয়েছে কোবানে শহরে কুর্দি জনগণ প্রতিরক্ষা ইউনিট (ওয়াইপিজি)। ওয়াইপিজি জানিয়েছে, বিস্ফোরণের পর শহরের তিন দিক থেকে হামলা চালায় আইএস জঙ্গিরা। হামলার সময় জঙ্গিরা কুর্দি যোদ্ধাদের উর্দি পরা ছিল বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এক খবরে জানানো হয়েছে, আইএস জঙ্গিরা কোবানে শহরের বেশ কয়েকটি স্থান ও স্থাপনায় অবস্থান নিয়েছে। হামলার সময় কয়েকজন জঙ্গি আত্দঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়। বিবিসি।

সর্বশেষ খবর