শুক্রবার, ২৬ জুন, ২০১৫ ০০:০০ টা

সু চির নির্বাচনী লড়াই অনিশ্চিত

মিয়ানমারে চলতি বছরের শেষ দিকে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর সংবিধান পরিবর্তন করে সেই নির্বাচনে লড়ার স্বপ্ন ছিল বিরোধীদলীয় নেতা অং সান সু চির। কিন্তু সু চির সেই স্বপ্ন ফিকে হয়ে আসছে এবং লড়াই অনিশ্চিত হয়ে পড়েছে। কেননা সংবিধান সংস্কারে সেনাবাহিনীর যে ভেটো ক্ষমতা রয়েছে তা অব্যাহত রাখতে গতকাল দেশটির সংসদে ভোটাভুটি হয়েছে। সংসদের বেশির ভাগ সদস্যই সেনাবাহিনীর ভেটো ক্ষমতার পক্ষে ভোট দিয়েছেন। যদিও বিলটি পাস করতে দরকারি ৭৫ ভাগ ভোট পড়েনি। তবু এটি প্রায় পরিষ্কার যে, প্রেসিডেন্ট পদে দাঁড়াতে পারছেন না শান্তিতে নোবেলজয়ী সু চি। নির্বাচনে প্রার্থিতা প্রসঙ্গে গত সপ্তাহে এক ভাষণে সু চি বলেছিলেন, নির্বাচনের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নিচ্ছে তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। এক জরিপে দেখা গেছে, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন হলে এনএলডি বিশাল ব্যবধানে জয় পাবে। প্রসঙ্গত, ১৯৯০ সালে জাতীয় নির্বাচনে লড়েছিল এনএলডি। তখন বিপুল ভোটে জয় পায় সু চির দল। এএফপি

সর্বশেষ খবর