শুক্রবার, ২৬ জুন, ২০১৫ ০০:০০ টা

পাকিস্তানে গরমে প্রাণহানি হাজার ছাড়িয়েছে

পাকিস্তানের সিন্ধু প্রদেশে গরমে মৃতের সংখ্যা ছাড়িয়েছে এক হাজার। গত শনিবার থেকে বুধবার পর্যন্ত এই সংখ্যা এক হাজার ১১ জনে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, গত বুধবার মৃত্যুবরণ করেছে ২২৯ জন। সিন্ধু সরকারের একজন কর্মকর্তা জানান, গরমের কারণে শনিবার সন্ধ্যা থেকে এ পর্যন্ত এক হাজারেরও বেশি লোক মৃত্যুবরণ করেছে। এদের মধ্যে ৯৫০ জনই প্রাদেশিক রাজধানী করাচির। তিনি আরও জানান, গরমে এ পর্যন্ত প্রায় ৪০ হাজার লোক হিটস্ট্রোকে ভুগছে। করাচির হাসপাতালগুলো জানিয়েছে, সেখানকার সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত ৭২৯ জন ও বেসরকারি হাসপাতালে ২২১ জনের মৃত্যু হয়েছে। দ্য ডন।

সর্বশেষ খবর