শুক্রবার, ২৬ জুন, ২০১৫ ০০:০০ টা
মার্কিন নির্বাচনী জরিপ

প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছেন হিলারি

প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছেন হিলারি

২০১৬ সালে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দল থেকে সাবেক মার্কিন ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন মনোনয়ন পাবেন, এটি প্রায় নিশ্চিত। তবে যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ গণমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল ও এনবিসির করা এক জনমত জরিপে দেখা গেছে, পরবর্তী মার্কিন প্রেসিডেন্টও হতে যাচ্ছেন তিনি। জরিপে বেশির ভাগ মার্কিন ভোটার হিলারিকেই সমর্থন করছেন। সে হিসেবে তিনিই হতে যাচ্ছেন প্রথম মার্কিন নারী প্রেসিডেন্ট। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। এ মাসের শুরুর দিকে নির্বাচনী প্রচারাভিযানের অংশ হিসেবে প্রথম জনসমাবেশ করেন হিলারি। এর কয়েকদিন পরই ওই জরিপটি পরিচালিত হয়। জরিপে দেখা গেছে, ডেমোক্রেট দলের প্রাইমারি ভোটারদের তিন-চতুর্থাংশই ভোট দেবেন হিলারিকে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স পেয়েছেন ডেমোক্রেট প্রাইমারি ভোটারদের মাত্র ১৫ শতাংশ ভোট। ৬৭ বছর বয়সী হিলারি ক্লিনটন ডেমোক্রেট দল থেকে অভূতপূর্ব সমর্থন পাচ্ছেন। দলটির মোট প্রাইমারি ভোটারের ৯২ শতাংশ তাকে সমর্থন করবেন। মাত্র ৮ শতাংশ ভোটার দ্বিমত পোষণ করেছেন। শুধু ডেমোক্রেট শিবিরেই নয়, সামগ্রিক জরিপ অনুযায়ী তিনিই হতে যাচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট। এএফপি।

 

সর্বশেষ খবর