শুক্রবার, ২৬ জুন, ২০১৫ ০০:০০ টা

রাশিয়া আগুন নিয়ে খেলছে: রবার্ট ওয়ার্ক

রাশিয়া আগুন নিয়ে খেলছে: রবার্ট ওয়ার্ক

যুক্তরাষ্ট্রের উপ-প্রতিরক্ষামন্ত্রী রবার্ট ওয়ার্ক বলেছেন, রাশিয়া আগুন নিয়ে খেলছে। আন্তর্জাতিক পরমাণু চুক্তি পায়ে মাড়িয়ে রাশিয়া সুবিধা আদায় করবে, তা হতে দেবে না যুক্তরাষ্ট্র। পরমাণবিক অস্ত্রভান্ডার সমৃদ্ধ করার নামে তারা আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে। কিন্তু রাশিয়াকে এই অভিলাস থেকে ফেরাতে যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর।

রাশিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আমরাও পরমাণু সক্ষমতা বাড়াবো। এ জন্য প্রতিরক্ষা বাজেটের ৭ শতাংশ ব্যয় হবে। এই ব্যয় আগের চেয়ে ৩ থেকে ৪ ভাগ বেশি। যদি বাজেট বাড়ানো না হয়, তবে প্রতিরক্ষা বিভাগ অন্য ব্যয় কমিয়ে পরমাণু সক্ষমতা বাড়াবে।

ওয়ার্ক বলেন, যারা পরমাণু অস্ত্র ব্যবহার করে উত্তেজনা জিইয়ে রাখার চেষ্টা করছে, তার মূলত আগুন নিয়ে খেলছে। উত্তেজনা তো উত্তেজনাই। পরমাণু শক্তি বৃদ্ধি এই উত্তেজনাকে আরো বাড়িয়ে দেবে।

তিনি আরো অভিযোগ করেন, রাশিয়া আন্তর্জাতিক পরমাণু শক্তি চুক্তি ভঙ্গ করছে। চুক্তি অনুযায়ী কোনো দেশ ৫০০ থেকে ১ হাজার পাল্লার ব্যালাস্টিক ও ক্রুজ মিসাইল তৈরি করতে পারবে না।

তথ্যসূত্র : রয়টার্স অনলাইন।

বিডি-প্রতিদিন/২৬ জুন ২০১৫/ এস আহমেদ

সর্বশেষ খবর