মঙ্গলবার, ৩০ জুন, ২০১৫ ০০:০০ টা

তরুণদের শুক্রাণু সংরক্ষণের প্রস্তাব

তরুণদের শুক্রাণু সংরক্ষণের প্রস্তাব

যুক্তরাজ্যের সব ১৮ বছর বয়স্ক তরুণের শুক্রাণু হিমায়িত করে 'স্পার্ম ব্যাংকে' রাখার প্রস্তাব করা হয়েছে। দেশটির বিশেষজ্ঞরা বলছেন, যাতে তারা পরে বেশি বয়সে সন্তানের বাবা হতে চাইলেও এ উদ্যোগ কাজে লাগবে। স্কটল্যান্ডের ডান্ডির অ্যাবারটে বিশ্ববিদ্যালয়ের ড. কেভিন স্মিথ বলছেন, পুরুষদের বয়স বেড়ে গেলে তাদের বাবা হওয়ার পথে অনেক রকম ঝুঁকি ও অনিশ্চয়তার সৃষ্টি হয়। এক গবেষণায় দেখা গেছে, ব্রিটেনে এখন একজন পুরুষের সন্তানের বাবা হতে গড়ে ৩৩ বছর বয়স হয়ে যাচ্ছে। কেভিন স্মিথ বলছেন, বেশি বয়সে সন্তানের পিতা হওয়া অসম্ভব নয়, কিন্তু এর ঝুঁকিও আছে। সেটা ঠেকাতে স্পার্ম ব্যাংকই হয়তো ভবিষ্যতে একটা স্বাভাবিক ব্যাপার হয়ে যাবে- বলেন তিনি। তিনি বলেন, ১৮ বছর বয়সেই একজন পুরুষের শুক্রাণু হিমায়িত করে ব্যাংকে রাখার আদর্শ সময়। জাতীয় স্বাস্থ্য সেবা বা এনএইচএসের মধ্যেই এ ব্যবস্থা থাকা উচিত, তাতে খরচও কম লাগবে। এর ফলে কারও ৪০-এর ওপর বয়সে তার অল্পবয়সের শুক্রাণু ব্যবহার করে সন্তানের পিতা হতে পারবেন, বলছেন কেভিন স্মিথ। বিবিসি জানিয়েছে, বেসরকারি স্পার্ম ব্যাংকে শুক্রাণু জমা রাখতে হলে প্রতি বছর ১৫০ থেকে ২০০ পাউন্ড ফি দিতে হয়। কিন্তু ড. স্মিথের এই ভাবনার সমালোচনাও হয়েছে। অধ্যাপক অ্যালান পেসি বলছেন, তিনি অনেক দিন এ রকম হাস্যকর কথা শোনেননি। বিবিসি।

 

সর্বশেষ খবর