মঙ্গলবার, ৩০ জুন, ২০১৫ ০০:০০ টা

গ্রিসে সপ্তাহব্যাপী সব ব্যাংক বন্ধ

অর্থনৈতিক টালমাতাল অবস্থায় চলছে গ্রিস। ইউরোজোনের ঋণদাতাদের সঙ্গে দর-কষাকষি চলছে। আগামী দুই দিনের মধ্যে ঋণদাতা সংস্থাগুলোর অর্থ পরিশোধে নানা শর্ত মানতে রাজি হচ্ছে না গ্রিস। আর গ্রিস যদি ওই সব শর্ত না মানে তা হলে হয়তো ইইউর সদস্য পদেই বাতিল হয়ে যাবে। এক পর্যায়ে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ জোট গ্রিসকে আর্থিক সহায়তা না দেওয়ার ঘোষণা দেয় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি)। এ সিদ্ধান্তের আগেই গ্রিসের ব্যাংকগুলো থেকে আমানতকারীরা তাদের জমা করা সব অর্থ তুলে নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। এ অবস্থায় ব্যাংকগুলো যাতে তারল্য শূন্য না হয়, এ জন্য আগামী এক সপ্তাহের জন্য দেশের সব ব্যাংক বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেঙ্সি সিপরাস। এর মধ্য দিয়ে আইএমএফ ও ইউরোজোনের ঋণ পরিশোধের দায় কাঁধে নিয়েই দেশের সব ব্যাংক ও শেয়ারমার্কেট বন্ধ করল গ্রিস সরকার। এই ঘোষণার পরপরই ইউরোপ ও এশিয়ার শেয়ারবাজারে পতন দেখা দিয়েছে। গতকাল থেকে আগামী ৭ জুলাই পর্যন্ত দেশটির সব ব্যাংক বন্ধ ঘোষণা করেছে সরকার। এক টেলিভিশন সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী সিপরাস বলেন, পুঁজি নিয়ন্ত্রণ করার জন্য সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। বিবিসি, এএফপি।

সর্বশেষ খবর