মঙ্গলবার, ৩০ জুন, ২০১৫ ০০:০০ টা

পরমাণু চুক্তি মধ্যপ্রাচ্যের স্বার্থবিরোধী নয় : ইরান

তেহরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু চুক্তি হলে তাতে মধ্যপ্রাচ্যের কোনো দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে না। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এ কথা বলেন। তিনি বলেন, আঞ্চলিক যে কোনো সমস্যা আমরা রাজনৈতিক সংলাপের মাধ্যমে সমাধান করব। ছয় জাতি গোষ্ঠীর সঙ্গে ইরানের আলোচনা শুধু পরমাণু ইস্যুকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে এবং গুরুত্বপূর্ণ সব ইস্যুতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের পারস্পরিক সহযোগিতা ও পরামর্শ অব্যাহত থাকবে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু চুক্তির জন্য শেষ মুহূর্তের আলোচনা চলছে তখন আমির আবদুল্লাহিয়ান এ কথা বললেন। আল জাজিরা।

সর্বশেষ খবর