মঙ্গলবার, ৩০ জুন, ২০১৫ ০০:০০ টা

ইয়েমেনে স্থাপনা ধ্বংস, সৌদি আরবের নিন্দায় ইউনেস্কো

ইয়েমেনে সৌদি আরবের জোট হামলায় ইতিমধ্যেই ধ্বংস হয়েছে দেশটির ঐতিহাসিক স্থাপনা। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো রাজধানী সানার ঐতিহাসিক স্থাপনাগুলোর ওপর হামলায় সৌদি আরবের তীব্র নিন্দা জানিয়েছে। ইউনেস্কোর মহাসচিব ইরিনা বোকোভা বলেন, ইয়েমেনের অনেক গুরুত্বপূর্ণ ও মূল্যবান ঐতিহাসিক স্থাপনা ধ্বংস করে দিয়েছে সৌদি আরব। তিনি বলেন, এ ধ্বংসাত্দক কর্মকাণ্ডের সঙ্গে ইরাক ও সিরিয়ার প্রত্নতাত্তি্বক নিদর্শন ধ্বংসে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএস'র কর্মকাণ্ডের মিল রয়েছে। ইয়েমেনে বেসামরিক মানুষ হত্যার ব্যাপারে মহাসচিব বলেন, সৌদি সেনাদের হাতে ইয়েমেনের নিরীহ মানুষ হত্যা এবং দেশটির সভ্যতার নিদর্শন ধ্বংসের ব্যাপারে আন্তর্জাতিক সমাজ উদ্বিগ্ন। আল জাজিরা।

সর্বশেষ খবর