মঙ্গলবার, ৩০ জুন, ২০১৫ ০০:০০ টা

হুমকির মুখে চীনের মহাপ্রাচীর

চীনকে বাইরের আক্রমণ থেকে রক্ষা করতে খ্রিস্টপূর্ব ২২০-২০৬ অব্দে চীনের প্রাচীরটি নির্মাণ করেছিলেন সম্রাট কিন সিহুয়াং। সেই হিসেবে শত শত বছর ধরে চীনা ভূখণ্ডকে রক্ষা করে এসেছে এটি। আকর্ষণ করেছে পর্যটকদের মনোযোগ। প্রায় আড়াই হাজার বছরের সেই প্রাচীর এখন হুমকির মুখে। ১৯৮৭ সালে ইউনেস্কো ঘোষিত এই মহাপ্রাচীরের ৩০ শতাংশই গায়েব হয়ে গেছে বলে চীনের সংবাদ সংস্থা বেইজিং টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে। কীভাবে গায়েব হলো এই বিশাল অংশ? অন্যতম কারণ হিসেবে বলা হয়েছে, প্রাকৃতিক বিপর্যয় ও প্রাচীর থেকে স্থানীয়দের ইট চুরি। বেশ আগে এক সমীক্ষায় জানানো হয়, সবগুলো শাখাসহ মহাপ্রাচীরের মূল দৈর্ঘ্য ২১ হাজার ১৯৬ কিলোমিটার। তবে অনেকেই এ তথ্য মানতে রাজি নন। তাদের মতে, দৈর্ঘ্য আরও কম। এএফপি।

সর্বশেষ খবর