শুক্রবার, ৩ জুলাই, ২০১৫ ০০:০০ টা

হিলারির পররাষ্ট্রনীতি ছিল বন্ধুনির্ভর!

পরাক্রমশালী যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ছিলেন বন্ধুনির্ভর। পররাষ্ট্রনীতিতে বিশেষ করে ব্রিটিশ রাজনীতি থেকে শুরু করে আফগানিস্তান ও ইরান প্রসঙ্গ-সবকিছুতেই তিনি ওই বন্ধুর পরামর্শ নিতেন। তবে সেই ব্যক্তি মার্কিন সরকারের কেউ ছিলেন না। তার পরিচয়, তিনি হিলারির দীর্ঘদিনের বন্ধু। হিলারির ই-মেইল বার্তা থেকেই জানা গেছে এমন তথ্য। আদালতের নির্দেশে মার্কিন পররাষ্ট্র দফতর মঙ্গলবার হিলারির প্রায় ২ হাজার ই-মেইল প্রকাশ করেছে। হিলারির ওই বন্ধুর নাম সিডনি ব্লুমেন্থাল। হিলারির স্বামী বিল ক্লিনটন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকার সময় থেকেই ক্লিনটন পরিবারের সঙ্গে সখ্য ছিল সাবেক এই সাংবাদিকের। ২০০৯ সালের ওই ই-মেইল বার্তাগুলোতে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক হিসেবে হিলারির প্রথম মাসগুলোতে পররাষ্ট্রনীতি নির্ধারণে অত্যন্ত সক্রিয় চেষ্টা করেছেন ব্লুমেন্থাল। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রেসিডেন্ট বারাক ওবামার ক্ষমতার প্রথম মেয়াদে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন হিলারি। বিবিসি।

সর্বশেষ খবর