শুক্রবার, ৩ জুলাই, ২০১৫ ০০:০০ টা

ওবামাকে বিয়ে করার প্রস্তাব দেবেন মুগাবে

ওবামাকে বিয়ে করার প্রস্তাব দেবেন মুগাবে

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করেছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট! ওবামার প্রেমে পাগল হয়ে নয়, সম্প্রতি যুক্তরাষ্ট্রে সমকামী বিয়ের আইন পাসের সমালোচনা করে এ কথা বলেছেন রবার্ট মুগাবে। জিম্বাবুয়ের রাষ্ট্রীয় রেডিও স্টেশনে দেওয়া এক সাপ্তাহিক সাক্ষাৎকারে মুগাবে ব্যঙ্গ করে বলেন, আমি পরিকল্পনা করেছি ওয়াশিংটন ডিসিতে গিয়ে ওবামার সামনে হাঁটু গেড়ে বসে তার হাত ধরে পাণি প্রার্থনা করব। সমকামিতার বিরুদ্ধে সবসময়ই কঠোর অবস্থানে থাকা মুগাবের ওই সাক্ষাৎকার ধারণ করা হয় শনিবার। মুগাবে বলেন, 'প্রেসিডেন্ট ওবামা সমলিঙ্গের বিয়েকে সত্যায়িত করেছেন, সমকামীদের পক্ষে ওকালতি করেছেন এবং তাদের অনুষ্ঠান উপভোগ করেছেন।' বিবিসি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে সমলিঙ্গের বিয়েকে বৈধতা দিয়ে রায় দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। আদালতের এ রায়কে যীশুখ্রীষ্টের শিক্ষার বিরোধী বলে উল্লেখ করেছেন মুগাবে। তিনি বলেন, 'আমি বুঝতে পারছি না কীভাবে লোকজন খ্রীষ্টের স্পষ্ট নির্দেশনার বিরোধিতা করার সাহস পায়। আমাদের প্রভু মানবজাতির জন্য সমকামিতা নিষিদ্ধ করেছেন।' এ জন্য তিনি মার্কিন রাজনীতিকদেরও নিন্দা করেছেন। তাদের 'শয়তানের পুজারি' বলে অভিহিত করেছেন মুগাবে। বিবিসি।

 

সর্বশেষ খবর