শুক্রবার, ৩ জুলাই, ২০১৫ ০০:০০ টা

মিসরের সিনাইয়ে সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত শতাধিক

মিসরের সিনাইয়ে সামরিক তল্লাশি চৌকিগুলোতে জঙ্গির একযোগে হামলা চালিয়েছে। এ সময় সরকারি বাহিনী যুদ্ধবিমান ও অ্যাপাচি হেলিকপ্টার নিয়ে পাল্টা হামলা চালায়। এতে শতাধিক জঙ্গি ও ১৭ সেনা নিহত হয়েছেন। বুধবার দেশটির সেনাবাহিনী এ কথা জানিয়েছে। এটি গত কয়েক বছরের মধ্যে সিনাইয়ে জঙ্গিদের চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলা।

বুধবার রাতে সেনাবাহিনীর এক মুখপাত্র উত্তর সিনাইয়ের পরিস্থিতি '১০০ ভাগ নিয়ন্ত্রণে আছে' বলে দাবি করেছেন। পরে নিরাপত্তা সূত্রগুলো ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা শুরু করা হয়েছে। সেনাবাহিনী বলেছে, ওই এলাকার 'সন্ত্রাসীদের সব আস্তানা' গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত তারা থামবে না। তিনটি আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটিয়ে ১৫টি নিরাপত্তা স্থাপনায় হামলা চালানো হয়েছে জানিয়ে ইসলামী স্টেট (আইএস) সিনাই প্রদেশ শাখা হামলার দায় স্বীকার করেছে। সেনাবাহিনী এক বিবৃতিতে শেখ জুবেইদ এবং রাফা শহরে লড়াই সীমাবদ্ধ হওয়ার কথা জানানো হয়েছে। জঙ্গিরা গাড়িবোমা ছাড়াও বহু ধরনের অস্ত্র ব্যবহার করেছে বলেও জানিয়েছে সেনাবাহিনী। নিহত ১৭ সেনার মধ্যে চারজন কর্মকর্তা, এ ছাড়া আরও ১৩ সেনা আহত হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে। তবে কিছু নিরাপত্তা সূত্র সেনাবাহিনী ও পুলিশের আরও অনেক সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছেন। বিবিসি

 

সর্বশেষ খবর