শুক্রবার, ৩ জুলাই, ২০১৫ ০০:০০ টা

দানশীল সৌদি প্রিন্স

বিলাবেন ৩২ বিলিয়ন ডলার

দাতব্য প্রতিষ্ঠানে ৩ হাজার ২০০ কোটি ডলার দান করার ঘোষণা দিয়েছেন সৌদি আরবের ধনকুবের প্রিন্স আলওয়ালিদ বিন তালাল। বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। বিল ও মেলিন্ডা গেটসের উদ্যোগে ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত গেটস ফাউন্ডেশনের মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তালাল। দান করা এসব অর্থ 'সাংস্কৃতিক বোঝাপড়ার উন্নয়নে', 'নারীর ক্ষমতায়নে' এবং 'জরুরি দুর্যোগ ত্রাণ'সহ অন্যান্য কয়েকটি ক্ষেত্রে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে তালালের এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন বিল গেটস। তালালের এই পদক্ষেপে বিশ্বব্যাপী দাতব্য কাজ পরিচালনাকারী সবাই উদ্বুদ্ধ হবে বলে মন্তব্য করেছেন তিনি। বিবিসি।

সর্বশেষ খবর