শুক্রবার, ৩ জুলাই, ২০১৫ ০০:০০ টা

শিশুর এইচআইভি সংক্রমণ রোধে সফল কিউবা

মায়ের থেকে শিশুর শরীরে এইচআইভি এবং সিফিলিস সংক্রমণ বন্ধ করতে সফল হয়েছে কিউবা। আর এই সংক্রমণ রোধে বিশ্বে কিউবাই প্রথম সফল দেশ। এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। হু-র ডিরেক্টর জেনারেল মার্গারেট চাং জানিয়েছেন, এইচআইভি এবং যৌন সম্পর্কের মাধ্যমে ছড়িয়ে পড়া অন্যান্য রোগের বিরুদ্ধে তাদের যুদ্ধ বহু দিনের। সেই যুদ্ধে এই সাফল্য একটি বিশেষ পালক যোগ করল বলে মনে করছে হু। এটি জানিয়েছে, প্রতি বছর এইচআইভিতে আক্রান্ত প্রায় ১৪ লাখ মহিলা মা হন। চিকিৎসা না হলে, তাদের মধ্যে ১৫ থেকে ৪৫ শতাংশ মহিলার সন্তানেরও এইচআইভিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। হু জানিয়েছে, গর্ভস্থ অবস্থায় বা স্তন্যপানের সময় মায়ের থেকে শিশুর দেহে এইচআইভি সংক্রমণ হতে পারে। বিবিসি

সর্বশেষ খবর