শিরোনাম
রবিবার, ৫ জুলাই, ২০১৫ ০০:০০ টা

আইএস যোদ্ধাকে দুই ব্রিটিশ কিশোরীর বিয়ে

আইএস যোদ্ধাকে দুই ব্রিটিশ কিশোরীর বিয়ে

প্রতীকী

ইসলামিক স্টেট আইএস যোদ্ধাকে বিয়ে করেছে ব্রিটেনের দুই কিশোরী। তাদের পরিবারের আইনজীবী শনিবার এ কথা জানিয়েছে। দ্য গার্ডিয়ান এ খবর প্রকাশ করেছে। খবর এএফপির।

ব্রিটেন থেকে চলতি বছরের ফেব্রুয়ারিতে সিরিয়ায় পাড়ি জমায় তিন কিশোরী। তারা হলেন খাদিজা সুলতানা (১৬), শামীমা বেগম (১৫) ও আমিরা আবাসি (১৫)। তবে তাদের মধ্যে কোন দুজন বিয়ে করেছে তা জানা যায়নি।
তিন কিশোরীর মধ্যে দু'জন পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছে। তারা জানায়, তারা আইএসের রীতি অনুযায়ী দুই আইএস যোদ্ধাকে বিয়ে করে সিরিয়ার রাকা শহরে বসবাস করছে। আইএস যোদ্ধাদের শক্ত ঘাঁটি হলো এই রাকা শহর।

বিয়ে করা দুই কিশোরীর পরিবারের মুখপাত্র তাসনিম আকুঞ্জি গার্ডিয়ানকে জানান, বিয়ের খবরে ভীষণ সংকট তৈরি হয়েছে। আর এই অবস্থা তাদের ব্রিটেনের বদলে সিরিয়ায় থাকতে বাধ্য করেছে। তাদের ব্রিটেনে ফিরে আসার সম্ভাবনা কম।

বিডি-প্রতিদিন/৫ জুলাই ২০১৫/শরীফ

সর্বশেষ খবর