সোমবার, ২৭ জুলাই, ২০১৫ ০০:০০ টা

মমতাকে প্রাণনাশের হুমকি

মমতাকে প্রাণনাশের হুমকি

লন্ডন সফরে যাওয়ার আগে প্রাণনাশের হুমকি পেলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরই উদ্বিগ্ন তৃণমূল কংগ্রেস শনিবার পুলিশ কমিশনারের কাছে এফআইআর দায়ের করেছে। তবে শুধু এদিন নয়, জানা গেছে, ৯ জুলাইও পুলিশ কমিশনারের কাছে অভিযোগ জানিয়েছিল তৃণমূল। সূত্রের খবর, লন্ডন যাওয়ার সময় যতই এগিয়ে আসছে ততই টেলিফোন এবং ই-মেইলের মাধ্যমে একাধিকবার হুমকি দেয় একটি মার্কিন মোবাইল নম্বর থেকে। পাশাপাশি 'নারায়ণ এস ডি' নামে এক অজ্ঞাত ব্যক্তির ই-মেইল আইডি থেকেও হুমকি দেওয়া হয়। হুমকিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে 'জিহাদি দিদি' হিসেবে সম্বোধন করে রাজ্যে বিনিয়োগ বন্ধ করার হুমকি দেওয়া হয়। জানা গেছে, ৯ জুলাই প্রথমে তৃণমূল সাংসদ সুব্রত বক্স এবং তার কিছুক্ষণ পর রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন একই নম্বর থেকে তাদের ব্যক্তিগত মোবাইল নম্বরে ফোন পান। পরে খোঁজ করে দেখা যায়, যে নম্বরটি থেকে ফোন দুটি করা হয় সেটি আমেরিকার নিউজার্সি অঞ্চলের নম্বর। ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তির অভিযোগ, তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জিহাদিদের প্রশ্রয় দিচ্ছেন।

লন্ডনের উদ্দেশে মমতা : শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, পরিকাঠামোসহ বিভিন্ন খাতে বিনিয়োগ টানতে পাঁচ দিনের লন্ডন সফরে গেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল সকালে মুখ্যমন্ত্রী কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু বিমানবন্দর থেকে বিশেষ বিমানে যান দিলি্ল। সেখান থেকে দুপুরে তার বিশেষ বিমান লন্ডনের উদ্দেশে ছেড়ে যায়। মমতার সফর সঙ্গীদের মধ্যে আছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র, কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়, সংসদ সদস্য ডেরেক ও'ব্রায়েন, অভিনেতা-সাংসদ দেব, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুরাধা লোহিয়া, শিল্পপতি সঞ্জয় বুধিয়া প্রমুখ। বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের মুখ্যমন্ত্রী জানান 'লন্ডনে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতাপত্র স্বাক্ষরিত হবে।'

 

সর্বশেষ খবর