সোমবার, ২৭ জুলাই, ২০১৫ ০০:০০ টা

ই-মেইলে গোপন তথ্য নয় : হিলারি

ই-মেইলে গোপন তথ্য নয় : হিলারি

পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে নিজের ব্যক্তিগত ইমেইল অ্যাকাউন্টের মাধ্যমে রাষ্ট্রীয় কোনো গোপন তথ্য পাঠাননি বা গ্রহণ করেননি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন। শনিবার যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনী প্রচারকালে দেওয়া ভাষণে এ কথা বলেন হিলারি। চলতি সপ্তাহে সরকারি এক তদন্তকারীর চিঠির প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ওই সময় গোপনীয় কোনো কিছুই আমি পাঠাইনি বা গ্রহণ করিনি। এই ইমেইল বিতর্ক সত্ত্বেও প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে অবিচল রয়েছেন হিলারি। এতে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা হিলারি রেকর্ড-রাখার আইন ও স্বচ্ছতাকে পাশ কাটানোর চেষ্টা করছেন বলে অনেকে সমালোচনা করছেন। পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে হিলারির ব্যক্তিগত ইমেইল অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে এমন অন্তত চারটি ইমেইলে রাষ্ট্রীয় গোপনীয় তথ্য আছে বলে জানিয়েছেন গোয়েন্দা সংস্থাগুলোর তত্ত্বাবধায়ক মহাপরিদর্শক চার্লস ম্যাককুলোগ। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র কংগ্রেসকে এ কথা জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন তিনি। তবে ওই চিঠিতে ইমেইলগুলোর কথা বলা হয়েছে কিনা সে সম্পর্কে তার কোনো 'ধারণা' নেই বলে জানিয়েছেন হিলারি। চিঠিতে ম্যাককুলোগ বলেছেন, হিলারির পাঠানো বা রিসিভ করা ৩০ হাজার ইমেইলের মধ্যে ৪০টি নমুনা পরীক্ষা করে চারটির মধ্যে সরকার নির্ধারিত গোপনীয় তথ্য পাওয়া গেছে। ইমেইলগুলো যখন পাঠানো হয়েছিল তখনো এ তথ্যগুলো গোপনীয় হিসেবেই চিহ্নিত ছিল বলে জানিয়েছেন ম্যাককুলোগ। সরকারি কাজে ব্যক্তিগত ইমেইল অ্যাকাউন্ট ব্যবহারের তথ্য ফাঁস হওয়ার পর থেকেই রাজনৈতিক বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন হিলারি। এএফপি।

 

সর্বশেষ খবর