সোমবার, ২৭ জুলাই, ২০১৫ ০০:০০ টা

আল-আকসা মসজিদে ইসরায়েলের হামলা

আল-আকসা মসজিদে ইসরায়েলের হামলা

আল আকসা মসজিদ -ইন্টারনেট

জেরুজালেমের আল-আকসা মসজিদে হামলা চালিয়েছে ইসরায়লি বাহিনী। এ সময় ইসরায়েলি পুলিশ মসজিদের ভিতর ঢুকে মসজিদ কম্পাউন্ডের গেট বন্ধ করে দেয়। এ ছাড়া কম্পাউন্ডের ভিতরে পুলিশ সাউন্ড বোমা ছোড়ে। তবে ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনিরা দাঙ্গা বাধানোর জন্য মসজিদের ভিতর আতশবাজি ও পেট্রল বোমা নিয়েছিল বলে সন্দেহ করা হয় এবং সেজন্য পুলিশ মসজিদে ঢুকে। অন্যদিকে, ফিলিস্তিনি গণমাধ্যমে বলা হয়েছে, শনিবার ইহুদিরা আল-আকসা মসজিদের গেটে এক ফিলিস্তিনি শিশুকে মারধর করে। ওই ঘটনার প্রতিবাদ জানায় কিছু ফিলিস্তিনি। পরে পুলিশ এসে সবাইকে হটিয়ে দেয়। তবে ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, এক ইহুদি নারী হজরত মোহাম্মদ (সা.) কে নিয়ে অমর্যাদাকর বক্তব্য দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে উত্তেজনা বৃদ্ধি পায়। উল্লেখ্য, মুসলমানদের কাছে আল-আকসা মসজিদ তৃতীয় পবিত্রতম স্থান। অন্যদিকে, ইহুদিরা এটিকে সবচেয়ে পবিত্র স্থান মনে করে। নিয়মানুযায়ী, ইহুদিরা আল-আকসায় প্রবেশ করতে পারলেও কোনো ইবাদত-বন্দেগীতে অংশ নিতে পারবে না। আল জাজিরা।

 

সর্বশেষ খবর