সোমবার, ২৭ জুলাই, ২০১৫ ০০:০০ টা

যুদ্ধ বন্ধে আলোচনার প্রস্তাব আসাদের

যুদ্ধ কবলিত সিরিয়ায় রাজনৈতিক সংলাপকে প্রাধান্য দিতে চান দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। যুদ্ধ বন্ধে তিনি এখন আলোচনায় বসতে রাজি তিনি। একই সঙ্গে তিনি দেশের সেনাবাহিনীর দুর্দশার কথাও স্বীকার করেছেন। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, তীব্র লোকবল সংকটে ভুগছে সিরীয় সেনাবাহিনী। গতকাল দামেস্কে সেনাবাহিনীর সাম্প্রতিক সফলতা-বিফলতার মূল্যায়ন করতে গিয়ে বাশার আল-আসাদ নিজেই লোকবল সংকটের কথা স্বীকার করেন। এসময় তিনি বলেন, সিরিয়ার প্রতি জায়গা ইঞ্চিই অমূল্য। তবে পরিস্থিতির ব্যাপকতা নির্ণয়ে ও কিছু এলাকায় নিজেদের অবস্থান সুদৃঢ় করতে পেছনে সরে আসতে হয়েছে আমাদের। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, একসময় সিরিয়ার সেনাবাহিনীতে সদস্য সংখ্যা ছিল ৩ লাখের মতো। তবে সংঘর্ষে নিহত, দলত্যাগ ও অন্যান্য কারণে এ সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে এসেছে।
এ বিষয়ে বাশার আল-আসাদ বলেন, সেনাবাহিনীতে লোকবল সংকট চলছে ঠিকই। তবে এর মানে এই নয় যে, আমরা ধসে পড়ার মতো অবস্থায় রয়েছি। তিনি বলেন, আমরা প্রতিহত করব। সেনাবাহিনী এখনো তাদের মাতৃভূমি রক্ষায় যথেষ্ট শক্তিশালী। আল জাজিরা।

সর্বশেষ খবর