সোমবার, ২৭ জুলাই, ২০১৫ ০০:০০ টা

জমি অধিগ্রহণ বিল প্রত্যাহারের দাবিতে তৃণমূলের চিঠি

কেন্দ্রের জমি অধিগ্রহণ বিল প্রত্যাহারের দাবিতে সংসদীয় স্ট্যান্ডিং কমিটিকে চিঠি দিয়েছে তৃণমূল। আর মুখ্যমন্ত্রীর লন্ডন সফরের সময়ে এই চিঠিতে কিছুটা হলেও বিভ্রান্তিতে পড়েছে শিল্প উদ্যোক্তারা।

২০১১ সালে সিঙ্গুর-নন্দীগ্রামে জমি আন্দোলনে সম্পৃক্ত তৃণমূল। যে আন্দোলন পরবর্তীতে তৃণমূলকে ক্ষমতায় আনতে সহায়তা করে। মূলত তখন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান, শিল্পের জন্য জমি অধিগ্রহণ করবে না তার সরকার। রাজ্যের শিল্পে বড়সড় বিনিয়োগ না এলেও মুখ্যমন্ত্রী তার জমির নীতি নিয়ে একচুলও নড়েনি। শিল্পে খরা নিয়ে বিরোধীরা সরব হলেও অবস্থান বদলে নারাজ মুখ্যমন্ত্রী। কয়েকদিন আগেই বর্ধমানে ১০০তম প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর ঘোষণা, যারা শিল্প করবেন, তারা নিজেরা জমি কিনে নিন। এরই মধ্যে লগি্নর টানে লন্ডন সফরে যান মুখ্যমন্ত্রী। জি নিউজ।

সর্বশেষ খবর