সোমবার, ২৭ জুলাই, ২০১৫ ০০:০০ টা

সৌদি বাদশাহর বেড়ানোর জন্য বন্ধ ফ্রান্সের সৈকত, ক্ষোভ

সৌদি বাদশা সালমান অবকাশ যাপনের জন্য ইতিমধ্যে ফ্রান্সে পৌঁছেছেন। আর তাই ঘুরে বেড়ানোর জন্য দেশটির সমুদ্রসৈকতের একটি অংশ বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে এ ঘটনায় ক্ষোভ জানিয়েছে দেশটির বাসিন্দা।

সফর সঙ্গীর বিরাট এক বহর নিয়ে শনিবার তিনি ফ্রান্সের নিস বিমানবন্দরে পৌঁছান। তিনি এখন ফ্রান্সের রিভিয়েরা সমুদ্রসৈকতে অবস্থিত তার ভিল্লায় অবস্থান করছেন। এ উপলক্ষে ফরাসি কর্তৃপক্ষ সৈকতের একটি অংশ সাধারণের জন্য বন্ধ ঘোষণা করেছে। এমনকি নির্দিষ্ট সীমানার ৩০০ মিটারের মধ্যে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। যা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। সরকারের এ উদ্যোগের বিরুদ্ধে অন্তত এক লাখ মানুষ একটি আবেদনে স্বাক্ষর করেছেন। তারা সৌদি বাদশার নিরাপত্তা অক্ষুণ্ন রেখে সৈকতটি খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। স্থানীয় এক নারী বার্তা সংস্থা এএফপিকে বলেন, এটি একটি সাধারণ ব্যাপার যে তাদের (সৌদি প্রতিনিধি দল) নিরাপত্তা দরকার। কিন্তু জনসাধারণকেও সাঁতার কাটতে দেওয়া উচিত। বিবিসি।

 

সর্বশেষ খবর