সোমবার, ২৭ জুলাই, ২০১৫ ০০:০০ টা

ইইউতে ব্রিটেনকে নিয়ে গণভোট আগামী বছর

ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকা-না থাকা নিয়ে আগামী বছরের জুনে গণভোট আয়োজন করতে চাচ্ছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। গতকাল ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্ট এ তথ্য জানিয়েছে। পত্রিকাটি জানিয়েছে, 'দ্য ইন্ডিপেন্ডেন্ট জানতে পেরেছে আগামী বছর জুনে ক্যামেরন নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন।' তবে ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি জানিয়েছেন, অক্টোবরে অনুষ্ঠিতব্য কনজারভেটিভ পার্টির বাৎসরিক সম্মেলনে গণভোটের বিষয়ে ঘোষণা দিবেন ক্যামেরন। গত বছর ক্যামেরন জানিয়েছিলেন, দ্বিতীয় দফায় তার দল ক্ষমতায় এলে ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেনের থাকার বিষয়ে যে চুক্তি হয়েছে তা নতুন করে পর্যালোচনা করা হবে। ২০১১ সালে গ্রিস ঋণ সংকটে পড়ে। বেইল আউট নেওয়ার পরও দেশটির সঙ্গে ইউরোপী ইউনিয়নের সম্পর্কে টানপড়েন দেখা দেয়। এএফপি।

সর্বশেষ খবর