সোমবার, ২৭ জুলাই, ২০১৫ ০০:০০ টা
অন্য খবর

বৃহত্তম রেডিও টেলিস্কোপ

বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ তৈরির ক্ষেত্রে শেষ ধাপে পৌঁছে গেল চীন। ২০১১ সালের মার্চ মাসে শুরু হয় এই প্রকল্পের পথ চলা। ২০১৬ সালে সম্পন্ন হওয়ার কথা 'ফাস্ট' নামের এই টেলিস্কোপের। সম্পন্ন হলে 'ফাস্ট'-ই হবে বিশ্বের সবচেয়ে বড় টেলিস্কোপ যার আয়তন হবে ৩০টি ফুটবল মাঠের সমান। ৫০০ মিটার ব্যাস সম্পন্ন টেলিস্কোপের রিফ্লেক্টরটিতে মজুদ আছে ৪৪৫০টি প্যানেল। সমবাহু ত্রিভুজাকৃতিক প্যানেলের প্রতিটি বাহু ১১ মিটার লম্বা। টেলিস্কোপটি বসানো হয়েছে গুইঝউ প্রদেশের দক্ষিণ প্রান্তে। চার পাশে ঢেউ খেলানো পাহাড়, মধ্যে বাটি আকৃতির একটি উপত্যকা। এমন প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে বসানো হয়েছে টেলিস্কোপটিকে।

 

সর্বশেষ খবর