মঙ্গলবার, ২৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা

সন্ত্রাসবিরোধী যুদ্ধ পশ্চিমাদের ভণ্ডামি : আসাদ

সন্ত্রাসবিরোধী যুদ্ধ পশ্চিমাদের ভণ্ডামি : আসাদ

সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের নামে পশ্চিমারা ভণ্ডামি করছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। রাজধানী দামেস্কে বিভিন্ন সরকারি সংস্থা ও শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের এক সমাবেশে তিনি এ কথা বলেন। আসাদ বলেন, সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামে পশ্চিমারা ভণ্ডামির পথ বেছে নিয়েছে। সিরিয়ায় যেসব সন্ত্রাসী গোষ্ঠী সহিংসতা চালাচ্ছে তাদেরকে পশ্চিমারাই তৈরি করেছে। তার সরকার ও জনগণ এই সহিংসতা কখনোই চায়নি। তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, 'যখন নিজেদের স্বার্থে কোনো গোষ্ঠী পশ্চিমাদের ওপর আঘাত করে তখন তারা হয়ে যায় সন্ত্রাসী আর ওই গোষ্ঠী আমাদের ওপর আঘাত করে তখন তারা হয় 'বিপ্লবী, স্বাধীনতাকামী, গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষের শক্তি।' সন্ত্রাসবাদকে তিনি অশুভ আদর্শ ও ভ্রান্ত পরিকল্পনা আখ্যায়িত করে বলেন, এই অস্বাভাবিক চর্চার ফলে সমাজে অজ্ঞতা ও পশ্চাৎপদতা সৃষ্টি হয়। বিশ্বের বলদর্পী এবং ঔপনিবেশিক শক্তিগুলো এসব সন্ত্রাসীগোষ্ঠী সৃষ্টি করেছে বলেও তিনি মন্তব্য করেন। প্রেসিডেন্ট আসাদ আরও বলেন, 'সাম্রাজ্যবাদী পশ্চিমা শক্তিগুলোই আইএসসহ সব সন্ত্রাসীগোষ্ঠীকে শক্তিশালী করেছে এবং এখনো তারা শক্তি জুগিয়ে যাচ্ছে'। তিনি প্রশ্ন রেখে বলেন, 'যারা সন্ত্রাসবাদের এই বীজ বুনেছে তারা কিভাবে তাদের বিরুদ্ধে লড়াই করে?' প্রেসিডেন্ট আসাদ জানান, চলমান সংকট নিরসনে যেকোনো ইতিবাচক পদক্ষেপকে তিনি স্বাগত জানাবেন। কারণ তার সরকার সহিংসতার অবসান ও শান্তি প্রতিষ্ঠা করতে চায়। এএফপি।

 

সর্বশেষ খবর