মঙ্গলবার, ২৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা

মেমনের আবেদনে 'সম্মত' ভারতের সুপ্রিমকোর্ট সালমানের ক্ষমা প্রার্থনা

আলোচিত ইয়াকুব মেমনের ফাঁসির স্থগিতাদেশের আবেদনে সম্মত হয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। তার এই আবেদনের শুনানি অনুষ্ঠিত হচ্ছে আজ। ১৯৯৩ সালে মুম্বাইয়ে ধারাবাহিক বোমা হামলার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মেমনের মৃত্যুদণ্ড দেন সংশ্লিষ্ট আদালত। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে দেওয়া রায়ে আগামী ৩০ জুলাই তার ফাঁসি কার্যকরের কথা রয়েছে। আর ফাঁসি স্থগিতাদেশের জন্য এই আবেদন করেছেন মেমনের আইনজীবী। এদিকে মেমনকে ফাঁসি না দেওয়ার পক্ষে টুইট করে হইচই ফেলে দিয়েছেন 'রাজরাঙ্গি ভাইজান' সালমান খান। চাপের মুখে শেষ পর্যন্ত বিতর্কিত টুইট মুছে ফেলেছেন তিনি। এজন্য ক্ষমাও চেয়েছেন সালমান। মুম্বাই হামলার আরেক প্রধান আসামি ইয়াকুবের ভাই টাইগার মেমনকে এখনো ধরতে পারেনি পুলিশ। ইয়াকুবের ফাঁসি কার্যকর হওয়ার আগ মুহূর্তে সালমান টুইট করেন, ইয়াকুব নয়, তাঁর ভাই টাইগারকে ফাঁসি দেওয়া উচিত। ইয়াকুবকে ফাঁসি দিলে মানবতার মৃত্যু হবে বলেও মন্তব্য করেন সালমান। ধারাবাহিকভাবে আরও বেশ কয়েকটি টুইট করেন সালমান। টাইমস অব ইন্ডিয়া।

সর্বশেষ খবর