মঙ্গলবার, ২৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা

ভারতে অনুপ্রবেশের দায়ে পাঁচ বাংলাদেশি কারাগারে

ভারতে অনুপ্রবেশের দায়ে পাঁচ বাংলাদেশি নাগরিককে কারাগারে পাঠিয়েছে ত্রিপুরার স্থানীয় আদালত। গতকাল দক্ষিণ ত্রিপুরার গোমতী জেলা পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ২৫ জুন পাঁচ বাংলাদেশি আদিবাসী নাগরিক সীমান্ত পেরিয়ে ত্রিপুরার সাব্রুমে প্রবেশ করে। এরপর সেখানেই অবৈধভাবে তারা বাস করতে থাকে।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আটক করে স্থানীয় থানায় নিয়ে যায়। আটক হওয়া বাংলাদেশিরা দক্ষিণ-পূর্ব বাংলাদেশের খাগড়াছড়ির বাসিন্দা বলে জানা গেছে। গতকাল তাদের আদালতে তোলা হলে ২৮ দিনের কারাগারের নির্দেশ দেয় ম্যাজিস্ট্রেট।

একইসঙ্গে ভারতে প্রবেশের বৈধ কাগজপত্র না থাকায় পাসপোর্ট আইন অনুযায়ী, প্রত্যেককে তিন হাজার রুপি করে জরিমানার নির্দেশ দেয় আদালত। ওই রুপি দিতে অসমর্থ হলে অতিরিক্ত আরও এক মাস কারাগারে থাকার নির্দেশ দেয় আদালত।

সর্বশেষ খবর