মঙ্গলবার, ২৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা

সংক্ষেপে

এলিয়েন খুঁজতে চাঁদে

এবার চাঁদে এলিয়েন খোঁজার উদ্যোগ নিচ্ছেন গবেষকরা। প্লুটোর সফল অভিযান শেষে গবেষকদের চোখ পড়েছে বৃহস্পতি ও শনি গ্রহের চাঁদের দিকে। এলিয়েন বা ভিনগ্রহবাসীর খোঁজে শনি ও বৃহস্পতির বরফাচ্ছাদিত চাঁদে নভোযান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইউরোপিয়ান স্পেস এজেন্সির (ইএসএ) গবেষকরা। ইএসএ ও এয়ারবাস যৌথভাবে ২০২২ সাল নাগাদ এলিয়েন খুঁজতে টাইটান, ইউরোপা, গ্যানিমিড ও ক্যালিস্টোতে নভোযান পাঠাবে। এ মিশনে ব্যবহৃত নভোযানের নাম হবে জুপিটার আইস মুনস এঙ্প্লোরার বা জুস। শনিবার ব্রিটেনের টেলিগ্রাফ পত্রিকার এক খবরে এ তথ্য জানানো হয়েছে। এদিকে নটিংহ্যাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষক ড্যানিয়েল ব্রাউন বলেন, এখনকার মিশনগুলো সৌরজগতে প্রাণের উৎপত্তি বোঝার কিংবা গ্রহ খোঁজার জন্য পরিচালিত হচ্ছে। আইএএনএস।

ছাইয়ে বিমানবন্দর বন্ধ

কলম্বিয়ার দুটি বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। নেভাডো ডেল রুইজ নামের আগ্নেয়গিরি থেকে ছাইভস্ম নির্গত হওয়া শুরু করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল থেকে এই ছাইভস্ম নির্গত হচ্ছে। দেশটির বেসামরিক বিমান পরিবহন সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় এই উদ্গিরণ শুরু হলে তারা সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে মানিজালেস ও পেরিরা বিমানবন্দর বন্ধ করে দিয়েছে। বাতিল করা হয়েছে ১৬টি ফ্লাইট। এএফপি।

 

 

সর্বশেষ খবর