মঙ্গলবার, ২৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা

মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী বরখাস্ত

মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী বরখাস্ত

মালয়েশিয়ার প্রাধানমন্ত্রী নাজিব রাজ্জাকের বিরুদ্ধে রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল থেকে অর্থ লুটপাটের অভিযোগ আনার পর দেশটির উপ-প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মুহিউদ্দিন দেশটির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, সরকারের উন্নয়ন প্রতিষ্ঠান ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহেড (ওয়ান এমডিবি) থেকে ৭শ মিলিয়ন মার্কিন ডলার নিজ ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করেছেন প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক। আর এ অভিযোগ আনার পরই মুহিউদ্দিনকে বরখাস্ত করেন নাজিব রাজ্জাক। একইসঙ্গে অর্থ লুটপাটের অভিযোগ অস্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী।

রাষ্ট্রীয় বার্তাসংস্থা বারনামার খবরে বলা হয়েছে, উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে ওই অর্থ কেলেঙ্কারির তদন্তের নেতৃত্বদাতা দেশটির অ্যাটর্নি জেনারেল আব্দুল গণি পাতাইলকেও বরখাস্ত করা হয়েছে। তবে খবরে বলা হচ্ছে, অ্যাটর্নি জেনারেলকে স্বাস্থ্যগত কারণে বরখাস্ত করা হয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।

বিডি-প্রতিদিন/২৮ জুলাই, ২০১৫/মাহবুব
 

সর্বশেষ খবর