বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫ ০০:০০ টা

জন্মদিনের কেক কাটা হল না ইয়াকুবের

জন্মদিনের কেক কাটা হল না ইয়াকুবের

বুধবার মধ্যরাতে নাগপুর কেন্দ্রিয় জেলে ইয়াকুব মেমনের জন্য জন্মদিনের কেক পাঠানো হয়। তার ৫৪ তম জন্মদিন উপলক্ষে কেক পাঠিয়েছিল তার পরিবারের সদস্যরা।

এর মাত্র কয়েক ঘণ্টা পরেই বৃহস্পতিবার সকাল ৭টা এক মিনিটে ফাঁসিতে ঝোলানো হয়েছে তাকে। ফলে আর কেক কাটার সুযোগ পেলেন না মুম্বাই সিরিজ হামলার অভিযোগে অভিযুক্ত ইয়াকু্ব।

এনডিটিভি জানিয়েছে, বুধবার রাতে ইয়াকুবের জন্য কেক নিয়ে যায় তার পরিবারের সদস্যরা। জেলের সুপারিনটেনডেন্টের কাছে তারা এটি হস্তান্তর করেন। তারা ইতিবাচক খবর শোনার জন্য সারা রাত ধরে জেগেছিলেন।

সুপ্রিম কোর্ট তার ফাঁসির আদেশ স্থগিত করে রায় দেবে বলে আশা করেছিলেন তারা।কিন্তু তাদের আশা ব্যর্থ করে দিয়ে মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে সুপ্রিম কোর্ট। এরপরই নাগপুর জেলে শুরু হয় ফাঁসির প্রস্তুতি।

মেমনের ভাই সোলেইমান এবং চাচাত ভাই উসমান শহরের একটি হোটেলে ছিলেন। আর তার স্ত্রী ও মেয়ে মুম্বাইয়ের মাহিম শহরে নিজেদের বাড়িতে ছিলেন। ফাঁসির আগে সেখানেও অতিরিক্ত নিরাপত্তার আরোপ করা হয়েছিল।

বিডি-প্রতিদিন/ ৩০ জুলাই,১৫/ নাবিল

সর্বশেষ খবর