শনিবার, ১ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

আবদুল কালামের নামে অ্যাওয়ার্ড

আবদুল কালামের নামে অ্যাওয়ার্ড

ভারতের সদ্য প্রয়াত সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের নামে পুরস্কার চালু করছে তামিলনাড়ু সরকার। বিজ্ঞানের অগ্রগতি, মানবতা এবং পড়ুয়াদের কল্যাণমূলক কাজে অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছর স্বাধীনতা দিবসে ওই পুরস্কার দেওয়া হবে। এই পুরস্কারে থাকবে আট গ্রাম ওজনের সোনার পদক, পাঁচ লাখ রুপি ও প্রশংসাপত্র। এ ছাড়া কালামের জন্মদিনটি 'যুব নবজাগরণ দিবস' হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে জয়ললিতা সরকার। মুখ্যমন্ত্রী জয়ললিতা জানিয়েছেন, তার সরকারের নীতি হচ্ছে 'শক্তিশালী ভারত ও সমৃদ্ধ তামিলনাড়ু' গড়া। সেই নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই কালামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ওই বিশেষ পুরস্কার ও ১৫ অক্টোবর কালামের জন্মদিন 'যুব নবজাগরণ দিবস' হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের অগ্রগতির ক্ষেত্রে প্রখ্যাত বিজ্ঞানী আবদুল কালামের ভূমিকা উল্লেখ করে জয়ললিতা বলেন, কালাম আজীবন শিক্ষকই থাকতে চেয়েছিলেন। ছাত্রদের উদ্বুদ্ধ করার মাধ্যমে যুব সম্প্রদায়ের অগ্রগতির ক্ষেত্রে চালিকাশক্তি হয়ে উঠেছিলেন তিনি। উল্লেখ্য, ২৭ জুলাই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন 'মিসাইলম্যান' খ্যাত এ পি জে আবদুল কালাম। বৃহস্পতিবার জন্মস্থান তামিলনাড়ুর রামেশ্বরমে সমাহিত করা হয় তাকে। এনডিটিভি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর