শনিবার, ১ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

ইবোলার কার্যকর টিকা আবিষ্কার

ইবোলার কার্যকর টিকা আবিষ্কার

মরণঘাতী ইবোলা ভাইরাস ঠেকাতে নতুন এক টিকা আবিষ্কার করা হয়েছে, যা প্রায় শতভাগ কার্যকর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শুক্রবার জেনেভায় এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওষুধ কোম্পানি মার্ক ও নিউলিংক জেনেটিকস প্রায় চার হাজার লোকের মধ্যে ভিএসভি-জেডইবিওভি নামের ওই টিকাটির পরীক্ষা চালায়। যাদের মধ্যে পরীক্ষা চালানো হয় তারা ইবোলা আক্রান্তদের সংস্পর্শে ছিলেন।

প্রাথমিকভাবে দেখা গেছে, ইবোলা থেকে রক্ষা করতে টিকাটি শতভাগ কাজ করতে সক্ষম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা পরীক্ষার ফলাফলকে 'উল্লেখযোগ্য' ও 'পরিস্থিতি পাল্টে দেওয়া' বলে অভিহিত করেছেন।

সংস্থার টিকা বিশেষজ্ঞ মেরি পল কিয়েনি জেনেভায় সাংবাদিকদের বলেছেন, 'আমরা মনে করি, বিশ্ব এখন ইবোলার একটি ফলপ্রদ টিকা আবিষ্কারের দ্বারপ্রান্তে।'

প্রসঙ্গত, ২০১৩ সালের ডিসেম্বর মাসে পশ্চিম আফ্রিকায় ইবোলা ভাইরাসের প্রার্দুভাব ঘটে। এতে ১১ হাজারের বেশি লোক মারা যায়।

 

বিডি-প্রতিদিন/০১ আগস্ট ২০১৫/ এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর