শনিবার, ১ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

অপহৃত ৪ ভারতীয় শিক্ষকের ২ জন মুক্ত

অপহৃত ৪ ভারতীয় শিক্ষকের ২ জন মুক্ত

আইএস সদস্য

লিবিয়ায় আইএস জঙ্গিদের হাতে অপহৃত চার ভারতীয় ইউনিভার্সিটি শিক্ষক মধ্যে ২ জনকে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তি পাওয়া ওই দুই শিক্ষক হচ্ছেন লক্ষ্মীকান্ত ও বিজয়কুমার। তারা ভারতের কর্ণাটকের বাসিন্দা। জঙ্গিদের হাতে এখনো বন্দি থাকা বাকি দুই শিক্ষক হচ্ছেন গোপী কৃষ্ণ তিরুভিদুলা ও বালরাম। মুক্তি পাওয়া দুই শিক্ষকসহ তারা দেশটির সার্তে ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। গতকাল সন্ধায় দুই শিক্ষককে মুক্তি দেওয়া হয়। খবর দ্য হিন্দুর

গতকাল ভারতীয় ইংলিশ নিউজ চ্যানেল 'টাইমস নাউ' তাদের এক প্রতিবেদনে চার ভারতীয় শিক্ষককে অপহরণের কথা জানায়। এরপরই তাদেরকে মুক্ত করার ব্যাপারে পদক্ষেপ নিতে শুরু করে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রলাণয়।

বিডি-প্রতিদিন/১ অাগস্ট ২০১৫/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর