মঙ্গলবার, ৪ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

নেতৃত্ব নিয়ে ঝামেলা শুরু তালেবানে

নেতৃত্ব নিয়ে ঝামেলা শুরু তালেবানে

মোল্লা ওমরের মৃত্যুর পর নতুন নেতা নিয়ে মতবিরোধ দেখা দিল তালেবানে৷ ওমরের মৃত্যুর পর সাংগঠনিক প্রধান হিসেবে মহম্মদ আখতার মনসুরের নাম ঘোষণা করা হয়৷ এর পরই শুরু হয়েছে বিরোধ৷ প্রকাশ্য বিরোধিতায় নেমেছে মোল্লা ওমরের ভাই মোল্লা আবদুল মানান৷ তার বক্তব্য, গুটিকয়েক সমর্থক ছাড়া নবনির্বাচিত তালেবান প্রধান মনসুরের পিছনে কেউ নেই৷ অবশ্য, এর আগে এই নিয়ে মুখ খোলেন মোল্লা ওমর-পুত্র ইয়াকুব৷ এবার ভাইপোর পাশে দাঁড়িয়ে নতুন করে নেতৃত্ব নির্বাচনের দাবি তুলেছেন মোল্লা ওমরের ভাই মোল্লা মানান৷

দায়িত্ব নেওয়ার পর তালেবানি ওয়েবসাইটে একটি অডিও সম্প্রচার করেন নতুন তালেবান প্রধান মহম্মদ আখতার মনসুর৷ উল্লেখ্য, আফগান প্রশাসনই প্রথম জানায়, ২০১৩ সালের এপ্রিলেই মৃত্যু হয়েছে মোল্লা ওমরের৷ এ কথা তারা তালেবান সূত্রেই জেনেছে বলে দাবি। খবর যে সত্য তা স্পষ্ট হয় তালেবানের তরফ থেকে নতুন সুপ্রিমোর নাম ঘোষণায়৷ এর পর এই খবরে পাকা শিলমোহর পড়ে আমেরিকান প্রশাসনের বিবৃতিতে৷

আফগান সরকারের সঙ্গে নতুন করে শান্তি আলোচনা শুরু করা হবে কি না, তাই নিয়ে এর মধ্যেই দোটানায় তালেবান নেতৃত্ব৷ নতুন নেতা আখতার মনসুর ছিন্নবিচ্ছিন্ন তালেবানি গোষ্ঠীগুলির সমর্থন আদায় করতে না পারলে সেক্ষেত্রে জঙ্গিগোষ্ঠী আইএসেরই আদতে লাভ হতে পারে বলে তালেবান নেতৃত্বেরই একাংশের আশঙ্কা৷ এর মধ্যেই আফগানিস্তানে বহু তালেবান অনুগামী আইএসে যোগ দিতে শুরু করেছে৷ এখন তালেবানের নেতৃত্ব নিয়ে নতুন করে বিবাদ শুরু হলে আইএসের পক্ষে আধিপত্য বিস্তার আরও সহজ হবে বলেও মনে করা হচ্ছে৷

পাশাপাশি আর একটি খবরও মিলেছে৷ এর আগে জানা গিয়েছিল, সব চাইতে বেপরোয়া ও হিংস্র পাক তালেবানি গোষ্ঠীর নেতা হাক্কানিও মারা গেছেন। কিন্তু ওই গোষ্ঠীর তরফ থেকে দাবি করা হয়েছে, এ খবরের কোনো ভিত্তি নেই৷ হাক্কানি জীবিত৷- সংবাদসংস্থা

বিডি-প্রতিদিন/০৪ আগস্ট ২০১৫/ এস আহমেদ

সর্বশেষ খবর