মঙ্গলবার, ৪ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

পাকিস্তানে সেই শাফকাতের ফাঁসি হলোই

পাকিস্তানে সেই শাফকাতের ফাঁসি হলোই

ফাইল ছবি: এএফপি

২০০৪ সালে সাত বছর বয়সী এক শিশুকে হত্যার দায়ে পাকিস্তানে শাফকাত হুসেন নামে এক ব্যক্তির ফাঁসি আজ মঙ্গলবার ভোররাতে কার্যকর করা হয়েছে। আসামির পরিবার ও আইনজীবীদের ভাষ্য, অপরাধ সংঘটনের সময় শাফকাতও অপ্রাপ্তবয়স্ক ছিল। তখন তার বয়স ছিল ১৫।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, আজ ভোরের কিছু আগে করাচির একটি কারাগারের শাফকাতের ফাঁসি কার্যকর করা হয়। মধ্য রাতের আগে আসামির সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের দেখা করার শেষ সুযোগ দেওয়া হয়।

আইনগত চ্যালেঞ্জের কারণে চলতি বছর চারবার শাফকাতের ফাঁসি কার্যকর স্থগিত করা হয়। জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী শাফকাতের ফাঁসি কার্যকর না করতে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল। তবে শেষ রক্ষা হয়নি।

২০০৪ সালে সাত বছর বয়সী এক শিশুকে হত্যার দায়ে শাফকাতের মৃত্যুদণ্ড দেন আদালত। মামলাটি দেশে-বিদেশে আলোচিত হয়। বার বার আটকে যায় ফাঁসি কার্যকর।

আইনজীবী ও পরিবারের দাবি, হত্যাকাণ্ড সংঘটন ও দণ্ড প্রদানের সময় আসামির বয়স ছিল ১৫ বছর। এই বয়সের একটি ছেলেকে মৃত্যুদণ্ড দেয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তারা।

তা ছাড়া নির্যাতনের মাধ্যমে আসামির কাছ থেকে স্বীকারোক্তি আদায়েরও অভিযোগ ওঠে।

অবশ্য সরকারের পক্ষ থেকে এসব দাবি নাকচ করা হয়।

২০১৪ সালের ডিসেম্বর থেকে এ পর্যন্ত পাকিস্তানে প্রায় ২০০ জনের ফাঁসি কার্যকর করা হয়েছে।

 

বিডি-প্রতিদিন/০৪ আগস্ট ২০১৫/ এস আহমেদ

সর্বশেষ খবর