শনিবার, ১৫ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

আইএসের হিটলিস্টে ১৪০০ মার্কিনি

আইএসের হিটলিস্টে ১৪০০ মার্কিনি

কমপক্ষে ১৪০০ মার্কিন নাগরিককে হত্যার পরিকল্পনা করেছে ইসলামিক স্টেট (আইএস)। ওই নাগরিকদের 'হিটলিস্ট'ও তৈরি করেছে জঙ্গি সংগঠনটি। সম্প্রতি আইএসের 'হ্যাকিং শাখা' দাবি করা একটি সংগঠন এই হিটলিস্ট অনলাইনে প্রকাশ করেছে। এতে যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা, সামরিক বাহিনীর সদস্যসহ এক হাজার ৪০০ জনের নাম রয়েছে।

অনলাইনের ওই পোস্টে হিটলিস্টে থাকা ব্যক্তিদের টেলিফোন নম্বর, অবস্থান, পাসওয়ার্ড ও ক্রেডিট কার্ড নম্বরও প্রকাশ করেছে সংগঠনটি। পোস্টে বলা হয়, আমরা গোপন তথ্য সংগ্রহ করছি। তথ্যগুলো আমরা খেলাফতের সেনাদের কাছে পৌঁছে দিচ্ছি, যারা খুব তাড়াতাড়িই তোমাদের মাটিতে দাঁড়িয়ে তোমাদের ঘাড়ে আঘাত করবে। এদিকে, আন্তর্জাতিক একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, অনলাইনে প্রকাশ করা টেলিফোন নম্বর ও ইমেইল এড্রেসের অনেকগুলোই বর্তমানে বন্ধ। তবে হিটলিস্টে থাকা একজনকে ফোনে পাওয়া গেছে। তিনি নিশ্চিত করেছেন, আগে তিনি মার্কিন সেনাবাহিনীতে কাজ করতেন। এফবিআই ও পেন্টাগন যৌথভাবে আইএসের প্রকাশ করা এই 'হিটলিস্ট'-এর ব্যাপারে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। এ দিকে উচ্চপদস্থ কর্মকর্তাদের ওপর হামলা করার জন্য যে 'হিটলিস্ট' প্রকাশ করেছে আইএস তা খতিয়ে দেখছে অস্ট্রেলিয়াও। ওই তালিকায় কমপক্ষে আটজন অস্ট্রেলীয়র নাম রয়েছে বলে জানা গেছে। সিএনএন, দ্য গার্ডিয়ান।

 

সর্বশেষ খবর