শনিবার, ১৫ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

এবার ইকো-পার্কের গাইড ট্রান্সজেন্ডার ও যৌনকর্মীদের সন্তান

এবার ইকো-পার্কের গাইড ট্রান্সজেন্ডার ও যৌনকর্মীদের সন্তান

আগেও ট্রান্সজেন্ডারদের জন্য একাধিক উদ্যোগ নিতে দেখা গিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে। এবার আরো এক নতুন উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ। ট্রান্সজেন্ডারদের নিয়োগের সুযোগ করে দিচ্ছে রাজ্য সরকার। প্রান্তিক অবস্থান থেকে তুলে এনে সম্মানজনক কাজ দেওয়া হবে তাদের। হিডকো অন্য একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে হাত মিলিয়ে নিয়োগ করবে ১৫ জন ট্রান্সজেন্ডারকে। তারা ইকো পার্কের গাইড হিসেবে কাজ করবে। এছাড়াও যৌনকর্মীদের সন্তানরাও কাজ পাবে সেখানে। অনলাইনে গার্ডদের বুকও করতে পারবেন সাধারণ মানুষ। সেই পরিষেবা শুরু হচ্ছে ১৫ অাগস্ট থেকে।

ট্রান্সজেন্ডার ও যৌনকর্মীদের সন্তানেরা কোথাও চাকরি পায় না। অথচ এতে তাদের কোনো দোষ নেই। তাই এই অভিনব উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ইকো পার্কে চালু করা হচ্ছে 'ইকো ওয়াক'। দু'ঘণ্টা ঘোরানোর জন্য এইসব গাইডদের দিতে হবে ২০০ টাকা করে। মূলত প্রবাসী ও বিদেশি পর্যটকদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। যদিও সবাই এই সুবিধা পেতে পারেন। উল্লেখ্য, সম্প্রতি কৃষ্ণনগর উইমেন কলেজে প্রথম রূপান্তরকামী অধ্যক্ষ হয়েছেন মানবী বন্দ্যোপাধ্যায়।

বিডি-প্রতিদিন/১৫ আগস্ট ২০১৫/শরীফ

সর্বশেষ খবর