শিরোনাম
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

জেরুজালেমে অনেক এলাকা অবরুদ্ধ করছে ইসরায়েল

নিজস্ব প্রতিবেদক

জেরুজালেমের অনেক এলাকা অবরুদ্ধ করার চেষ্টা করছে ইসরায়েল। এ নিয়ে দেশটির মন্ত্রিসভায় বৈঠকও হয়েছে। ইসরায়েলের দাবি তারা ইসরায়েলের হামলা এড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য অনেক এলাকায় পুলিশকে সহায়তা করতে সৈন্যদেরও মোতায়েন করছে। তবে ইসরায়েলের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে বিশ্বের অনেকগুলো মানবাধিকার সংস্থা। যদিও গত সপ্তাহ ধরে ইসরায়েলের হামলায় কমপক্ষে ১৭ জন ফিলিস্তিনি নিহত হওয়ার পর গত পরশু ফিলিস্তিনিদের হামলায় তিনজন ইসরায়েলি নিহত হওয়ার সঙ্গে সঙ্গে দেশটি এমন সিদ্ধান্ত নিল। ইসরায়েলি নিহত হওয়ার পরই মঙ্গলবার মধ্যে রাতে জরুরি বৈঠকে বসে ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক কেবিনেট কমিটি। সেই বৈঠক থেকেই পূর্ব জেরুজালেমকে ঘিরে এক ব্যাপক নিরাপত্তা অভিযানের ঘোষণা দেওয়া হয়। এর অংশ হিসেবে শহরের আরব অধ্যুষিত এলাকাগুলো কার্যত অবরুদ্ধ করা হচ্ছে, প্রত্যেকটির প্রবেশ মুখে বসানো হচ্ছে তল্লাশি চৌকি। বিবিসি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর