শিরোনাম
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বাড়াতে উদগ্রীব ভারত

নিজস্ব প্রতিবেদক

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ইসরায়েল সফর শুরু করেছেন। এটাই ভারতের কোনো সর্বোচ্চ নেতার প্রথম ইসরায়েল সফর। এ সফরের তিনদিন তিনি কাটাচ্ছেন ইসরাইলে। অবশ্য একদিনের জন্য তিনি ফিলিস্তিনেও গেছেন। আরব লীগের বাইরে বিশ্বের প্রথম যে দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছিল সেটি হলো ভারত। ইসরায়েলে প্রণব মুখার্জির এই সফর কতটা গুরুত্বপূর্ণ ভারত কি তাহলে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি থেকে ধীরে ধীরে সরে আসছে দিলি­র জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অশ্বিনী রায় বলছেন, কয়েক বছর ধরেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নতি হচ্ছে এবং সেটা হচ্ছে আরব দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক রেখেই। বিবিসি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর