সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

সংক্ষেপে

একই পরিবারের নিহত ৪৮!

সিরিয়ায় সন্দেহভাজন রাশিয়ান বিমান হামলায় একই পরিবারের অন্তত ৪৮ জন সদস্য নিহত হয়েছেন। দেশটির  হোমস শহরে এ ঘটনা ঘটেছে বলে মানবাধিকার কর্মীদের বরাত দিয়ে গতকাল আল জাজিরা এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস শহরের  যেখানে ওই পরিবারটি আশ্রয় নিয়েছিল সেখানে বিমান  থেকে রকেট হামলা চালানো হয়।

 

ভোট গ্রহণ শুরু

মিসরের পার্লামেন্ট নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রথম দফায় দেশটির প্রবাসী নাগরিকরা ভোট দিচ্ছেন। গতকাল থেকে মিসরের দূতাবাস এবং কনস্যুলেটগুলোতে ১৩৯টি দেশে দুই দিনব্যাপী এই ভোট আজ শেষ হবে।

২০১৩ সালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত দেশটির প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উৎখাতের পর এটাই প্রথম সংসদীয় নির্বাচন। বিবিসি।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর