মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় বছরে সাড়ে ১২ লাখ প্রাণহানি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য

বর্তমানে সড়ক ও পরিবহন যানের যথেষ্ট উন্নতি হলেও সড়কে মৃত্যুর মিছিল থামছে না। প্রতিবছর গোটা বিশ্বে অন্তত সাড়ে ১২ লাখ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে সড়ক দুর্ঘটনা। গতকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, সড়কে মৃত্যুর মিছিল অগ্রহণযোগ্যভাবে বাড়ছে। বিশেষত অনুন্নত দেশগুলোর দরিদ্র মানুষ দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারাচ্ছে। প্রতিবেদনে বলা হয়, সড়কে বাসসহ অন্য পরিবহনগুলোর তুলনায় ভয়ঙ্করভাবে মোটরসাইকেল দুর্ঘটনার হার বেড়ে  গেছে। তবে গত তিন বছরে অতীতের তুলনায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার কমেছে ৭৯টি দেশে, বেড়েছে ৬৮টি দেশে। এ বিষয়ে হুর মহাপরিচালক ড. মার্গারেট চ্যান বলেন, দরিদ্র দেশগুলোতে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির হার অনেক বেড়েছে। যেসব দেশে এ হার কমেছে, সেখানে আইন প্রণয়ন ও তার বাস্তবায়ন এবং সড়ক ও যানবাহন নিরাপদ করতে কর্তৃপক্ষের পদক্ষেপ ফল দিয়েছে। তিনি বলেন, এ বিষয়ে সংস্থা সচেতন। সড়ককে নিরাপদ করার নানা কৌশল নেওয়া হয়েছে। আর আমাদের নেওয়া কৌশল দুর্ঘটনা রোধে কার্যকর ভূমিকা রাখছে। এএফপি।

সর্বশেষ খবর